দেশ

ইস্তফা দিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস

ত্রিপুরায় নাটকীয় মোড়। বৃহস্পতিবার আচমকাই ইস্তফা দিলেন বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস। বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। আর অধ্যক্ষ রেবতীমোহন দাসের ইস্তফার খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে। জল্পনা শুরু হয়েছে, বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে নাম লেখাতে পারেন পদত্যাগী অধ্যক্ষ। যদিও সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন পদ্ম শিবিরের প্রবীণ বিধায়ক। সাংবাদিকদের কাছে নিজের পদত্যাগ নিয়ে তাঁর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, ‘ব্যক্তিগত কারণে ইস্তফা দিয়েছি। এর পিছনে রাজনীতির যোগ নেই।’ উত্তর-পূর্বের বাঙালি অধ্যুষিত রাজ্য ত্রিপুরায় একসময়ে দাপুটে সিপিএম নেতা হিসেবেই পরিচিত ছিলেন রেবতীমোহন দাস। ২০১৬ সালের বিধানসভা ভোটের আগেই রাজ্যে গেরুয়া ঝড় ওঠার সময়ে দলবদলে বিজেপিতে নাম লিখিয়েছিলেন প্রবীণ রাজনীতিবিদ। প্রতাপগড় আসন থেকে অনায়াসে জিতেও যান। বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পরে তাঁর আশা ছিল, মন্ত্রিত্ব জুটবে। কিন্তু সেই আশা পূর্ণ হয়নি। পরিবর্তে তাঁকে বিধানসভার অধ্যক্ষ করা হয়।