বিদেশ

ঘূর্ণিঝড়ের জেরে নিউইয়র্ক-নিউজার্সিতে বন্যা, মৃত ১০, জরুরি অবস্থা ঘোষণা

প্লাবিত পাতালরেল স্টেশন

এক ঘূর্ণিঝড়ে দাপটে ওলটপালট সাজানো গোছান শহর নিউ ইয়র্ক। চেহারা বদলে গিয়েছে নিউ জার্সিরও। ইতিমধ্যে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ে প্রাণ হারিয়েছেন ১০ জন। নিউ ইয়র্কেই প্রাণ হারিয়েছেন ৭জন। একজনের মৃত্যু হয়েছে লোরায়। অবিরাম বৃষ্টিপাত এবং ইডা ঝড়ের ঝাপটায় লন্ডভন্ড জনজীবন। মাটির উপর যাতায়াত বন্ধ হলেও বুধবার পর্যন্ত চালু ছিল সাবওয়ে। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত, একাধিক স্টেশন ইতিমধ্যেই জলের নীচে। বাধ্য হয়ে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি নিউইয়ক শহরে সাবওয়ে পরিষেবা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। বুধবার রাতে নিউ ইয়র্কে দেখা গিয়েছে ভয়াবহ ছবি। সাওয়ের ছাদ ফুটো হয়ে হু হু করে জল ঢুকছে। সেই জল ভেদ করে স্টেশনে ট্রেন ঢুকছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাইল হয়েছে সেই ছবি, যা দেখে সকলেই আঁতকে উঠছেন। গত কয়েক ঘণ্টা ধরে একনাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে আমেরিকার। অধিকাংশ রাস্তা জলের তলায়। সব রেকর্ড ভেঙে চুরমার। কার্যত নিউ ইয়র্কের গতি স্তব্ধ করে দিয়েছে ঘূর্ণিঝড় আর নাগাড়ে বৃষ্টি। সাবওয়ে চালু থাকলেও পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে নিউ ইয়র্কের প্রায় সব কটি সাবওয়ে বন্ধ করে দেওয়া হয়।