দেশ

বাম-বিজেপি সংঘর্ষ, ত্রিপুরা পুড়ল সিপিএমের একাধিক পার্টি অফিস, হামলা সংবাদমাধ্যম দফতরেও

রাজনৈতিক হিংসায় উত্তাল ত্রিপুরা। বাম-বিজেপি সংঘর্ষের জেরে পুড়ল দলীয় কার্যালয়। ভাঙল গাড়ি। জখম দু’পক্ষের বেশ কয়েক জন। সবমিলিয়ে বুধবার বিকেল থেকে উত্তপ্ত হয়ে উঠেছে ত্রিপুরা। ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার গত ৬ সেপ্টেম্বর তাঁর নির্বাচনী কেন্দ্র ধনপুরে যাওয়ার সময় বাধা দেওয়া হয়৷ তা নিয়ে সিপিএম বিজেপি-র মধ্যে সংঘর্ষও বেঁধেছিল৷ এ দিন পাল্টা সিপিএম কর্মীরা বিজেপি-র উপরে হামলা চালায় বলে অভিযোগ৷ পাল্টা বিজেপি-ও সিপিএমের বেশ কয়েকটি পার্টি অফিসে হামলা করে৷ একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়৷ আগরতলায় মেলার মাঠের কাছে সিপিএমের রাজ্য দফতর দশরথ দেব ভবনেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ৷ আগুন নিয়ন্ত্রণে পৌঁছেছে দমকল৷ বিজেপির নিন্দা করে বামেদের প্রতি সহমর্মিতা জানাতে তাঁদের কার্যালয়ে গিয়েছেন তৃণমূল নেতারা। সিপিএমের পার্টি অফিসে পৌঁছেছেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং সুস্মিতা দেব সহ তৃণমূল নেতারা৷ যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।