কলকাতা

পুজোর আগেই বাড়ছে মেট্রোর সংখ্যা

পুজোর ভিড়ের কথা মাথায় রেখের মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। বুধবার অর্থাত্‍ ১৫ সেপ্টেম্বর থেকে দিনে ২৫৬ টি করে মেট্রো চলবে বলে জানালো কর্তৃপক্ষ। বুধবার কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বুধবার থেকে অতিরিক্ত ১০ টি মেট্রো চালানো হবে। বর্তমানে সোম থেকে শুক্র চলছে ২৪৬ টি মেট্রো। ১৫ সেপ্টেম্বর থেকে আপ ও ডাউন লাইনে চলবে ২৫৬টি মেট্রো। তবে পরিবর্তন করা হয়নি দিনের শুরু ও শেষ মেট্রোর সময়। পূর্বের মতোই সকাল ৭ টা বেজে ৩০ মিনিটে দক্ষিণেশ্বর, দমদম ও কবি সুভাষ থেকে মিলবে পরিষেবা। দমদম ও কবি সুভাষ থেকে শেষ মেট্রো মিলবে রাত ৯ টা বেজে ৩০ মিনিটে। কবি সুভাষগামী শেষ মেট্রো দক্ষিণেশ্বর স্টেশন ছাড়বে রাত ৯ টা বেজে ১৮ মিনিটে। সোমবার মেট্রোর তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামী শুক্রবার থেকে সকাল ও সন্ধের ব্যস্ত সময়ে ৫ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো। সকালে ৯ টা থেকে ১০.৩০ পর্যন্ত আপ লাইনে পাঁচ মিনিট অন্তর পাবেন মেট্রো। ডাউন লাইনে সকালে ৯ টা থেকে ১০ টা ও সাড়ে ১০ থেকে এগারোটা পর্যন্ত ৫ মিনিট ব্যবধানে চালানো হবে মেট্রো। আপ লাইনে বিকেল ৫ টা থেকে সাড়ে ৬ টা পর্যন্ত ও ডাউনে ৫ টা থেকে ৬ টা ও সাড়ে ৬ টা থেকে ৭ টা পর্যন্ত চলবে মেট্রো।