কলকাতা

ডেঙ্গু-ম্যালেরিয়া প্রকোপের মাঝে কলকাতায় মিলল দক্ষিণ আফ্রিকার এডিস ভিট্টাটা মশা, চিন্তায় স্বাস্থ্যকর্তারা

 কলকাতাতেও ডেঙ্গুর প্রকোপ নতুন কিছু নয়। কিন্তু এবার কলকাতায় পাওয়া গেল এক ত্রাস সৃষ্টিকারী মশার খোঁজ। পীতজ্বরের নেপথ্য়ে থাকা দক্ষিণ আফ্রিকার এডিস ভিট্টাটা নামে ওই মশা পাওয়া গোল খোদ কলকাতায়। যা পুর স্বাস্থ্য়কর্তাদের কপালে চিন্তার ভাঁজ আরও বাড়িয়ে দিল। কলকাতা পুরসভার অধীনে কাজ করা স্বাস্থ্যবিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই কলকাতা এবং সংলগ্ন এলাকায় মশার লার্ভা সংগ্রহ করেছিলেন। যা নিয়ে পুরসভার ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছিল। তাতেই পাওয়া গেল ভয়ানক এই মশার খোঁজ। এই ধরণের মশার গলার নীচে ৬টি রুপোলি দাগ থাকে। যা কলকাতায় পাওয়া মশার শরীরেও পাওয়া গিয়েছে বলে দাবি বিজ্ঞানীদের। ভয়ের কারণ এটাই যে এই প্রজাতির মশা পীতজ্বর, ডেঙ্গু, চিকনগুনিয়া, জিকা-সহ একাধিক প্রাণঘাতী ভাইরাসের বাহক। পতঙ্গবিদদের কথায়, এশিয়ার জলবায়ু এদের পক্ষে ভাল। সাধারণত বিভিন্ন গর্তে জমে থাকা জলেই এরা বংশ বিস্তার করে। কলকাতা তথা রাজ্যে এই প্রথম এ ধরনের মশা খুঁজে পাওয়া গেল। ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় সাড়ে চারমাস পর্যন্ত এই মশা বাঁচতে পারে। ফলে আতঙ্ক কয়েকগুণ বাড়িয়ে দিল এডিস ভিট্টাটা। সূত্রের খবর, এই বিষযে দ্রুত জরুরি আলোচনায় বসছে রাজ্য়ের স্বাস্থ্যকর্তারা।