কলকাতা

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, প্রাথমিকে ৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগ, ঘোষণা রাজ্য সরকারের

মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন ‘এবার টার্গেট শিল্প’। সামাজিক কল্যাণের পর এবার কর্মসংস্থানে জোর দিচ্ছে রাজ্য সরকার। সেই লক্ষ্যপূরণ নিয়ে এদিন বৈঠকে বসেছিল রাজ্য ক্যাবিনেট। বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান নিয়ে এদিনের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সেই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। আজ মন্ত্রীসভার বৈঠকে প্রাথমিকে ৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার । এদের মধ্যে উত্তর ২৪ পরগনা ও মালদা জোনের জন্য ৩১৭৯টি প্রাথমিক শিক্ষক পদের অনুমোদন করল মন্ত্রীসভা।  সেই সঙ্গে ২০০৯ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের ৩,৯২৫টি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।