করোনা পরিস্থিতিতে বড় জনসভা বাতিল হয়েছে। বদলে ছোট ছোট স্ট্রিট কর্নার এবং বাড়ি-বাড়ি গিয়ে জনসংযোগে জোর দিচ্ছে তৃণমূল। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে প্রচারে নামলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ কয়েক দিনে আগেই চেতলার অহীন্দ্র মঞ্চে কর্মিসভা করেছেন তিনি ৷ আর আজ প্রশাসনিক কাজ সেরে জনসংযোগ সারলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ করোনা আবহে ভোটের প্রচারে বড় সভা, সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন ৷ করা যাবে না মিছিলও ৷ সোমবার সেই লক্ষ্যেই পথে নেমে প্রয়োজনীয় জনসংযোগ সারলেন মুখ্যমন্ত্রী ৷ শুধু তাই নয় ৷ এলাকার মানুষের সঙ্গে কথা বলে তাঁদের ভাল-মন্দের খবরও নিলেন তিনি ৷ এদিন আচমকাই নবান্ন থেকে বেরিয়ে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ৭৭ নম্বর ওয়ার্ডে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সঙ্গে ছিলেন এই ওয়ার্ডে তৃণমূলের প্রচারের দায়িত্বে থাকা রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম ৷ স্থানীয় বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন মমতা ৷ তাঁদের খবরাখবর নেন তিনি ৷ ঘুরে ঘুরে মমতা শুরু করেন জনসংযোগ। সকলের সঙ্গে ঘরোয়া আড্ডা চলে বেশ কিছুক্ষণ। প্রসঙ্গত, উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান হল, ‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’ ৷ সেই স্লোগানকে সত্যি করেই মমতা এদিন কার্যত স্থানীয় বাসিন্দাদের ঘরের একজন হয়ে ওঠেন ৷ খিদিরপুর ২৫ পল্লির দুর্গাপুজো যেখানে হয়, এদিন সেখানেও কিছুক্ষণ আড্ডা দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এরপর স্থানীয় মসজিদে গিয়ে সেখানকার ইমামের সঙ্গে কথা বলেন তিনি ৷ তিনি বলেন, “আমি মঞ্চে উঠছি না। কিছু বিধি নিষেধ আছে। রাজনৈতিক দল হিসাবে অনুমতি নেওয়া হয়েছে পথ সভা করার। সবাই ভালো ও সুস্থ থাকুন। সবাই আমার জন্যে আশীর্বাদ করুন।” তারপর রওনা দেন বাড়ির উদ্দেশে ৷