দেশ

কৃষি আইনের বর্ষপূর্তি উপলক্ষে ‘ব্ল্যাক ফ্রাইডে’‌ পালনের পরিকল্পনা অকালি দলের, দিল্লি সীমানা বন্ধ করল প্রশাসন

 বিতর্কিত কৃষি আইনের বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার ‘ব্ল্যাক ফ্রাইডে’ পালনের পরিকল্পনা নিয়েছে শিরোমণি অকালি দল। যার জেরে রাজধানী দিল্লির সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন। এদিন দিল্লির ট্র্যাফিক পুলিশের তরফে সতর্কতা জারি করে বলা হয়েছে, কৃষক বিক্ষোভ রুখতে দিল্লি সীমান্তের দুই প্রান্তের রাস্তায় ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ঘিরে ফেলা হয়েছে রাকাবগঞ্জ সাহিব গুরুদ্বারও। ১৪৪ ধারা জারি করা হয়েছে রাজধানীতে। এই সিদ্ধান্তের বিরোধিতা করে অকালি দলের তরফে টুইট করা হয়েছে, ‘‌কৃষক ও অকালি দলের কর্মীদের সংখ্যা দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা দেখে অন্ধকার স্বৈরাচারী সময়ের কথা মনে পড়ে যায়।’‌ আন্দোলনকারীদের আরও দাবি, সীমান্ত বন্ধ করে রাখার পাশাপাশি পাঞ্জাব থেকে আসা কোনও গাড়িকেই দিল্লিতে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেই সঙ্গে পাঞ্জাবিদেরও জানিয়ে দেওয়া হয়েছে, তাদের ঢুকতে দেওয়া হবে না। তাদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলনকে এভাবে দমিয়ে রাখার চেষ্টার বিরোধিতা করে ক্ষোভ উগরে দিতে দেখা যাচ্ছে অকালি দলের কর্মীদের।
বিতর্কিত কৃষি আইনেরই আজ বর্ষপূর্তি। এই দিনটিকে কালা দিবস হিসাবে পালন করতেই পাঞ্জাবের শিরোমণি অকালি দল সকাল সাড়ে ন’‌টায় রাকাবগঞ্জ সাহিব গুরুদ্বার থেকে সংসদ ভবন অবধি প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে। এই মিছিলের নেতৃত্ব দেবেন অকালি দলের প্রেসিডেন্ট সুখবীর সিং বাদল ও সাংসদ হরসিমরত কৌর বাদল। পাঞ্জাবের রাজনৈতিক দলের মিছিল ঘিরে রাজধানীতে হিংসা ছড়াতে পারে, এই আশঙ্কায় গোটা দিল্লিই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সীমানায় প্রবেশের পথগুলি। বৈধ কাগজ থাকা সত্ত্বেও দিল্লি সীমানায় গাড়ি আটকে দেওয়া হচ্ছে।