কলকাতা

জল সংরক্ষণে সচেতনতা বাড়াতে পথে নামছেন মুখ্যমন্ত্রী

কলকাতাঃ গ্রীষ্মে গোটা দক্ষিণ ভারত জুড়েই জলের হাহাকার। এই অবস্থায় জল সংরক্ষণে উৎসাহ দেওয়ার উদ্যোগ নিল রাজ্য সরকার।  এবার তাই জল বাঁচানোর বার্তা নিয়ে এবার পথে হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই জল বাঁচানোর আবেদন নিয়ে ইতিমধ্যে একটি গান লিখে ফেলেছেন। তা ইতিমধ্যে সুরও পেয়ে গিয়েছে। গানটি গেয়েছেন ইন্দ্রনীল সেন। সেই গানের বাণীই এবার মমতা কণ্ঠে ঝরে পড়বে কলকাতার রাস্তায়। স্লোগান ‘জল বাঁচান, জীবন বাঁচান’। জল সংরক্ষণে সচেতনতা বাড়াতে আজ জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে মেয়ো রোডে গান্ধী মূর্তি পর্যন্ত পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল তিনটে নাগাদ শুরু হবে ওই পদযাত্রা।

ফাইল চিত্র।