কলকাতা

বিজেপি ডোর-টু-ডোর প্রচারের অনুমতি নেয়নি, তাছাড়া সাধারণ মানুষও বিক্ষোভ দেখাচ্ছিলেন, তার জেরেই গোলমাল! কমিশনকে জানাল কলকাতা পুলিশ

ভোট প্রচারের শেষ দিন ভবানীপুরে কেন গন্ডগোল, সে সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট দিল কলকাতা পুলিশ। নির্বাচন কমিশনকে দেওয়া সেই রিপোর্টে কলকাতা পুলিশের তরফে দাবি করা হয়েছে, ‘ডোর টু ডোর’ প্রচারের কোনও অনুমতি নেয়নি বিজেপি। তাই বাধা দেওয়া হয়। তা থেকেই পরিস্থিতি ঘোরাল হয়ে ওঠে। আপাতত এই রিপোর্ট পাঠানো হচ্ছে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে। ভোটের প্রচার ঘিরে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে ভবানীপুর বিধানসভা এলাকা। অর্জুন সিং, দিলীপ ঘোষদের বিক্ষোভের মুখে পড়তে হয়। এ নিয়ে নির্বাচন কমিশনে যায় বিজেপি। যদিও তার অনেক আগেই এই ঘটনার সময় কেন্দ্রীয় বাহিনী কোথায় ছিল, পুলিশের ভূমিকাই বা কী ছিল, কেন এই ঝামেলা হল তার বিস্তারিত জানতে চেয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করে কমিশন। বিকেল চারটের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়। সেই মতোই রিপোর্ট তৈরি করে কলকাতা পুলিশও । সূত্রের খবর, কলকাতা পুলিশের তরফে রিপোর্টে জানানো হয়, বাড়ি বাড়ি গিয়ে বিজেপি প্রচার করছিল। অথচ সেই প্রচারের কোনও অনুমতি নেওয়া হয়নি বিজেপির তরফ থেকে। ফলে অনুমতি সংক্রান্ত বিষয়ে যখন বিজেপি নেতৃত্বের কাছে জানতে চাওয়া হয়, সেখান থেকেই গন্ডগোলের সূত্রপাত। এরপর যেহেতু সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছিলেন, তার জেরেই এই ঘটনা ঘটে বলে দাবি করে পুলিশ। আপাতত এই রিপোর্ট দিল্লি যাচ্ছে। পরবর্তী কালে এ নিয়ে যদি কোনও পদক্ষেপ করার হয়, কেন্দ্রীয় স্তর থেকে রাজ্য নির্বাচন কমিশনে তা জানানো হবে।