প্রতিরক্ষার ক্ষেত্রে আবার বড় পদক্ষেপ ভারতের। অত্যাধুনিক ‘আকাশ প্রাইম’ মিসাইলের সফল উৎক্ষেপণ হল। সেখানে সফল পরীক্ষামূলক উত্ক্ষেপণ করল প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন। জানা গিয়েছে, সোমবার ওড়িশার চাঁদিপুরে ইন্টিগ্রেটেড মিসাইল টেস্ট রেঞ্জ থেকে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উত্ক্ষেপণ করা হয়। আকাশ মিসাইলের নতুন সংস্করণ আকাশ প্রাইম মিসাইলটি সেই পরীক্ষাতেও সফল হয়েছে। যা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থাকে একধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। মিসাইল উত্ক্ষেপণ সম্পন্ন হওয়ার পরই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ডিআরডিও, ভারতীয় সেনা ও বিমানবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। এই মিসাইলটিতে রয়েছে অত্যাধুনিক ‘রেডিও ফ্রিকুয়েন্সি সিকার’। যার মাধ্যমে লক্ষ্যবস্তুকে সহজেই খুঁজে বের করা যাবে। এমনকী এটি অতিউচ্চতায় কম তামপাত্রাতেও কাজ করতে সক্ষম। মিসাইলটি পরীক্ষা করার সময় রাডার, ইলেক্ট্রো-অপটিক্যাল টার্গেটিং সিস্টেম ও টেলিমেট্রি স্টেশন-সহ পরীক্ষার জায়গায় রেঞ্জ স্টেশগুলি ক্ষেপণাস্ত্রের গতিপথ ও ফ্লাইটের ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে।