দেশ

গত ৪৮ ঘণ্টায় মহারাষ্ট্রে টানা ভারী বৃষ্টিতে মৃত ১০, ভেঙে পড়েছে ২৮টি বাড়ি, ভেসে গেল বহু গবাদী পশু

মুষলধারে বৃষ্টির জেরে মহারাষ্ট্রে ইতিমধ্যেই ১০ জনের মৃত্যু হয়। ভেসে গিয়েছে বহু গবাদি পশু। ঔরঙ্গাবাদ, লাতুর, ওসমানাবাদ, নান্দেড়, পারবানি, বিড, জালনা এবং হিঙ্গোলিতে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে গত কয়েক ঘণ্টা ধরে। গত ৪৮ ঘণ্টায় মহারাষ্ট্রের ৬ জেলায় পরপর ১০ জনের মৃত্যু হয় এক নাগাড়ে বৃষ্টির জেরে। যার মধ্যে বিডে ৩ জন, ওসমানাবাদ, পারবানিতে ২ জন, জালনা, নান্দেড় এবং লাতুরে একজন করে মৃত্যুুর খবর মেলে। এর পাশাপাশি কয়েক ঘণ্টা ধরে মুষলধারে বৃষ্টির জেরে মহারাষ্ট্রের প্রায় ২৮টি বাড়ি ভেঙে পড়েছে। যার মধ্যে ঔরঙ্গাবাদেই ভেঙে পড়েছে ১১টি বাড়ি। ১২টি বাড়ি ধ্বসে গিয়েছে বিডে। জলনায় আরও ৫টি বাড়ি ভাঙার খবর মিলেছে।