আগের ম্যাচে সিএসকের কাছে অল্পের জন্য হারতে হলেও দিল্লির বিরুদ্ধে গের স্বমহিমায় কেকেআর। প্ৰথমে ব্যাট করে দিল্লিকে মাত্র ১২৭/৯ রানে আটকে রেখেছিল কেকেআর। জবাবে ব্যাট করতে নেমে মাঝে উইকেট খুঁইয়ে কেকেআর চাপে পড়লেও শেষ পর্যন্ত নাইটদের জিতিয়ে দিলেন নীতিশ রানা। ২৭ বলে অপরাজিত ৩৬ করে। কেকেআর টার্গেটে পৌঁছে গেল ১০ বল বাকি থাকতে হাতে ৩ উইকেট নিয়ে। দিল্লির বিরুদ্ধে জোড়া পরিবর্তন নিয়ে খেলতে নেমেছিল কেকেআর। চোট পাওয়া রাসেল এবং ফর্ম হারানো প্রসিদ্ধ কৃষ্ণ কে বাইরে রেখে নাইটদের একাদশে জায়গা পেয়েছিলেন টিম সাউদি এবং সন্দীপ ওয়ারিয়র। টসে জিতে মর্গ্যান দিল্লিকে প্রথমে ফিল্ডিং করতে পাঠান। ধাওয়ান (২৪) এবং স্টিভ স্মিথ (৩৯) শুরুটা খারাপ করেননি। তবে স্কোরবোর্ডে ৪০ তোলার ফাঁকেই ধাওয়ান এবং শ্রেয়স আইয়ারকে ফিরিয়ে জোড়া ধাক্কা দেন লকি ফার্গুসন এবং নারিন। এরপরে পন্থ (৩৯) এবং স্মিথ দলকে টানছিলেন। ফার্গুসন স্মিথকে ফেরানোর পরেই স্লো পিচে আচমকা ধসে পড়ে দিল্লি। হেটমায়ার, ললিত যাদব, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন পরপর আউট হয়ে যান। শেষ পর্যন্ত ১২৭ রানে আটকে যায় দিল্লি। মন্থর পিচে এই রান তাড়া করতে নেমে কেকেআর-ও সমস্যায় পড়ে। মাঝে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় কেকেআর। শুভমান গিল (৩০) এবং নীতিশ রানা (২৭ বলে ৩৬ নটআউট) বাদে টপঅর্ডার সেভাবে নজর কাড়তে পারেনি। ৯৬/৫ হয়ে গিয়েছিল একসময় কেকেআর। তবে নীতিশ রানার সঙ্গে সুনীল নারিন ১০ বলে ২১ দলের জয় নিশ্চিত করেন।