যুক্তরাষ্ট্রের লুইজিয়ানাতে আজ একটি শক্তিশালী ঘূর্ণিঝড় ব্যারি আঘাত হেনেছে। কর্মকর্তারা সম্ভাব্য প্রাণঘাতী বন্যা সম্পর্কে মানুষকে সতর্ক করেছেন। তবে স্থলভাগে আসার পর থেকে এটি বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। লুইজিয়ানায় ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। হাজার হাজার মানুষকে বন্যার ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে এবং অন্যান্য বাসিন্দাদের প্রশাসনের পক্ষ থেকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।