পুজোয় যাত্রী সংখ্যা বৃদ্ধির কথা মাথায় রেখে এবার বাড়ানো হল ১০টি মেট্রো। আগামী ৪ অক্টোবর থেকে এই অতিরিক্ত ট্রেনগুলি চলবে। সপ্তাহে সোম থেকে শুক্রবার পর্যন্ত এই অতিরিক্ত ট্রেনের পরিষেবা পাওয়া যাবে। এই মুহূর্তে আপ এবং ডাউনে চলছে ২৫৬টি ট্রেন। নতুন এই ট্রেনগুলি যোগ হওয়ার পর ট্রেনের সংখ্যা বেড়ে হবে ২৬৬টি। এর মধ্যে ১৩৩টি আপ এবং ১৩৩টি ডাউন ট্রেন। সকাল সাড়ে ৭টা থেকে চালু হয়ে ট্রেন চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। তবে ট্রেনের সংখ্যা বাড়ানো হলেও দমদম থেকে দক্ষিণেশ্বর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, দমদম থেকে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত দিনের প্রথম মেট্রো পরিষেবা চালু করার সময়ের কোনও পরিবর্তন আনা হয়নি। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরমুখী মেট্রোর শেষ ট্রেন ছাড়ার সময়েও কোনও পরিবর্তন আনা হচ্ছে না বলেই মেট্রো রেলের তরফে জানানো হয়েছে। ইতিমধ্যেই রাজ্যে শুরু হয়ে গেছে পুজোর কেনাকাটা। যার জন্য ভিড় বাড়ছে বাসে এবং মেট্রোতে। ফলে মেট্রোর এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই যাত্রীদের পক্ষে যথেষ্টই উপযোগী হবে। একদিকে যেমন ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে তেমনি সকাল এবং সন্ধের ব্যস্ত সময়ে প্রতি পাঁচ মিনিট অন্তর ট্রেন চালানো হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।