দেশ

‘বিজেপিতে যোগ দিচ্ছি না, তবে কংগ্রেসেও থাকব না’, অবস্থান স্পষ্ট করলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং

 অমিত শাহের সঙ্গে বুধবার তাঁর বৈঠকের পর ধরেই নেওয়া হয়েছিল, বিজেপিতে যোগ দেবেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। কিন্তু যাবতীয় জল্পনা নস্যাত্‍ করে অমরিন্দর সিং নিজেই জানিয়ে দিলেন, তিনি বিজেপি-তে যোগ দিচ্ছেন না। একই সঙ্গে পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, তিনি কংগ্রেসেও আর থাকবেন না। ক্যাপ্টেনের সাফ কথা, এত অপমান সহ্য করবেন না তিনি। অমরিন্দর সিং-এর অভিযোগ, কংগ্রেসের সিনিয়র নেতাদেরই দলে কোণঠাসা করে রাখা হয়েছে। তিনি যে শুধু মুখে এ কথা বলছেন না, তা বুঝিয়ে দিয়ে এ দিনই নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে কংগ্রেসের নাম সরিয়ে দিয়েছেন অমরিন্দর সিং। একই সঙ্গে অমরিন্দর সিং ভবিষ্যদ্বাণী, পঞ্জাবে কংগ্রেসের পরাজয় অবশ্যম্ভাবী। নভজ্যোত্‍ সিং সিধুর আচরণকেও শিশুসুলভ বলে কটাক্ষ করেছেন তিনি। ‘দয়া করে আমায় ট্যাগ করবেন না, আমি পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী নই…’ ট্যুইটে অনুরোধ ফুটবলার অমরিন্দর সিংয়ের ! বুধবার অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর এ দিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও দেখা করেন অমরিন্দর। বিজেপি সূ্ত্রে অবশ্য খবর, তারা অমরিন্দরের সঙ্গে কাজ করতে আগ্রহী। কিন্তু তার আগে পঞ্জাবে চলতেথাকা কৃষক বিক্ষোভের একটি সুষ্ঠু সমাধান খুঁজে বের করতে হবে। কারণ এতদিন কৃষক বিক্ষোভকে সমর্থন জানিয়ে এসেছেন অমরিন্দর। ফলে এই অবস্থায় অমরিন্দরের পক্ষে বিজেপি-তে যোগদানও অস্বস্তিকর।অমিত শাহের সঙ্গে দেখা করার পর অমরিন্দর সিং ট্যুইটে দাবি করেন, কৃষি আইন প্রত্যাহার, ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির মতো বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে তাঁর। বিজেপি-র আরও একটি সূত্রের মতে, ‘আমরা নতুন কৃষি আইন প্রত্যাহার করব না। কিন্তু অমরিন্দর সিং-এর জন্য এমন একটি পথ খুঁজে বের করতে হবে, যাতে দু’ পক্ষেরই সুবিধে হয়।’