জেলা

২ লক্ষ কিউসেক জল ছাড়ল ডিভিসি, আসানসোল ও বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, উদ্ধারকাজে নামল সেনাবাহিনী

জানা গিয়েছে, দু’লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। যার ফলে আসানসোল, বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যেই আসানসোলে দু’কলাম সেনাবাহিনী নামানো হয়েছে। এছাড়া সাতটি এনডিআরএফ টিমও নামানো হয়েছে। পরিস্থিতি খারাপ ভেবেই উদ্ধারকাজের জন্য নামানো হল সেনা। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত আট কলাম সেনাবাহিনী নামানো হয়েছে উদ্ধারকাজে। যার মধ্যে ৩ কলাম রয়েছে পশ্চিম বর্ধমান, হুগলি ও হাওড়ায় রয়েছে দু’কলাম। পরিস্থিতি বুঝে আরও সেনা নামানোর চিন্তাভাবনা রয়েছে রাজ্যের। বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশেই বারবার

বৈঠক করছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের বন্যা কবলিত এলাকায় এখনও পর্যন্ত এক হাজারের বেশি ত্রাণ শিবির খোলা হয়েছে। ৩ লক্ষাধিক মানুষকে সরানো হয়েছে নিরাপদ জায়গায়। পরিস্থিতি খতিয়ে দেখতে বর্ধমান জেলায় পাঠানো হয়েছে দুই আমলাকে। বীরভূমে গিয়েছেন বিজয় ভারতী ও পশ্চিম বর্ধমানে গিয়েছেন বস্ত্র দফতরের সচিব রাজেশ পাণ্ডে। বৃহস্পতিবার ভার্চুয়ালি বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন মুখ্যসচিব। ক্ষতিগ্রস্ত ও বন্যা কবলিত এলাকা গুলিতে জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গেও বৈঠক করেছেন মুখ্যসচিব। আপাতত উদ্ধারকাজ চালাচ্ছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিক ও এনডিআরএফ। রাজ্যের বৃষ্টির জন্য ক্ষতি হয়েছে কিন্তু ডিভিসির ছাড়া জলে এই খারাপ অবস্থা বলে জানা গেছে।