বিনোদন

মাদক কাণ্ডে আরিয়ানের জামিনের আর্জি খারিজ

মাদক কাণ্ডে জামিন পেলেন না শাহরুখ-পুত্র আরিয়ান। আরিয়ান খানের অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ। বৃহস্পতিবার আরিয়ানকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল মুম্বইয়ের ম্যাজিস্ট্রেট কোর্ট। তাঁর দুই বন্ধু আরবাজ শেঠ মার্চেন্ট এবং মুনমুন ধমেচার জামিনের আবেদনও খারিজ করে দিয়েছে আদালত। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে জানানো হয়েছিল ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ-র পিল, পাঁচ গ্রাম এমডি ও নগদ প্রায় দেড় লক্ষ টাকা তল্লাশির সময় পাওয়া গিয়েছিল সেই রাতে। যদিও আরিয়ানের আইনজীবী দাবি করেন, কোনও ড্রাগ পাওয়া যায়নি। তাঁর মক্কেলের কাছ থেকে বা তাঁর ব্যাগ থেকে কোনও কিছু উদ্ধার করতে পারেনি এনসিবি ৷ পাঁচ দিনে বিশেষ কোনও তথ্যই সামনে আসেনি ৷ কারণ সামনে আসার মতো কিছুই সে রকম নেই ৷ আরিয়ান সম্ভ্রান্ত পরিবারের ৷ ও পালিয়েও যাবে না ৷ তবে এই যুক্তি মানতে চাননি বিচারক ৷ শনিবার ওই তল্লাশির সময় মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরিয়ানের ফোনের হোয়াটসঅ্যাপে যে কথোপকথন পাওয়া গিয়েছে, তা সাংকেতিক ভাষায় কোনও মাদকচক্রের সঙ্গে কথোপকথন চালাতেন বলে এদিন আদালতে দাবি করেন সরকারি আইনজীবী অনিল সিং। সেই সঙ্গে আরও বলেন, আরিয়ানকে জামিন দিলে তথ্যপ্রমাণ লোপাট হতে পারে। যদিও আরিয়ানের আইনজীবীর পাল্টা দাবি, প্রভাবশালী পরিবারের ছেলে মানেই তথ্যপ্রমাণ লোপাট করবেন তা ধরে নেওয়া ভুল। এদিকে মাদক সংস্থার সঙ্গে যোগাযোগের অভিযোগ তুলে NCB আরিয়ানের Whatsapp চ্যাট খতিয়ে দেখার কথা জানিয়েছিল। সে প্রসঙ্গে এদিন শাহরুখপুত্রের আইনজীবী সতীশ মানশিন্ডে বলেন, ”চ্যাটগুলি ডাউনলোড করতে কত সময় লাগে? চ্যাটগুলি ফুটবল সংক্রান্ত ছিল, ওখানে কোনও মাদকের কথা ছিল না।” সকাল থেকে দীর্ঘক্ষণ সওয়াল-জবাবের পর মধ্যাহ্নভোজের বিরতি সেরে আবার শুনানি হয় ৷ তা চলে সন্ধে পর্যন্ত ৷ এদিন আরিয়ান ছাড়াও আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার জামিনের আবেদনও খারিজ হয়ে যায়। এরপর বিচারপতি ১৪ দিনের জেল হেফাজতেরই নির্দেশ দেন। জেজে হাসপাতালে পরীক্ষা-নীরিক্ষা করানোর পর আরিয়ান ও আরবাজকে আর্থার রোড সংশোধনাগারে নিয়ে যাওয়া হয় ৷ দুই মহিলা অভিযুক্তকে বাইকুল্লা মহিলা সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়েছে ৷আপাতত আর্থার জেলেই থাকতে হবে শাহরুখ-পুত্রকে। এদিকে আজই আরিয়ানের মা অর্থাত্‍ শাহরুখ-পত্নী গৌরী খানের জন্মদিন। ছেলের জামিন খারিজ হয়ে যাওয়ায় জন্মদিনে মনমরা গৌরি খান। স্বাভাবিকভাবে হচ্ছে না কোনও অনুষ্ঠানও। এদিকে, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা নবাব মালিক আবারও এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছেন ৷ তাঁর অভিযোগ, শীর্ষ বিজেপি নেতার জামাইকেও সে দিন প্রমোদতরীতে হানা দিয়ে আটক করেছিল এনসিবি ৷ তবে কিছুক্ষণের মধ্যেই বিজেপি নেতার আত্মীয়কে ছেড়ে দেওয়া হয় ৷ এর আগেও আরিয়ান খানের গ্রেফতারি নিয়ে বিজেপিকে একহাত নিয়েছিলেন মহারাষ্ট্রের এই মন্ত্রী ৷ মাদক মামলায় গতকাল মুক্তি পাননি আরিয়ান খান ৷ তিনি, আরবাজ মার্চেন্ট ও মাদক মামলায় ধৃত আরও ৬ জনকে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেয় মুম্বইয়ের আদালত ৷ এই মামলার শুনানি এ বার থেকে বিশেষ এনডিপিএস আদালতে হবে বলে জানিয়েছে এসপ্ল্যানেড আদালত ৷