নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসা মামলায় চার্জশিট পেশ সিবিআই-র। সিবিআইয়ের পেশ করা চার্জশিটে হলদিয়া আদালতে অভিযুক্ত ৩ জন। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠেছিল পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামও। পূর্ব মেদিনীপুর জেলার একাধিক জায়গায় মারামারিতে জড়িয়ে পড়ে তৃণমূল-বিজেপি। বিজেপি অভিযোগ করে তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালাচ্ছে। পাল্টা বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলে তৃণমূল। অন্যদিকে শেখ সুফিয়ান নন্দীগ্রামের তৃণমূল নেতা, যিনি একুশের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট ছিলেন। বিজেপি নেতৃত্বের দাবি ছিল তিনিই নন্দীগ্রামে দলীয় কর্মী খুনের ঘটনায় মূল অভিযুক্ত। যদিও নন্দীগ্রাম থানার তদন্তে তাঁকে অভিযুক্ত করা হয়নি। বিজেপি নেতাদের বক্তব্য ছিল রাজ্য পুলিশ পক্ষপাতদুষ্ট আচরণ করছে। কিন্তু এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের জমা দেওয়া চার্জশিটেও নাম নেই নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের। শুক্রবার এমনটাই দাবি করলেন সুফিয়ানের আইনজীবী। ফলে স্বভাবতই উচ্ছ্বশিত তৃণমূল। সুফিয়ানের দাবি, এটা তাঁর নৈতিক জয়।