কলকাতা দেশ

ত্রিপুরা নবগঠিত কমিটির সঙ্গে ভার্চুয়ালি বৈঠক অভিষেকের

এদিন বিকেল ৫টায় কলকাতা থেকেই ত্রিপুরায় দলের নেতাদের সঙ্গে ভার্চুয়ালি এই বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরায় আসন্ন পুরনির্বাচনে লড়তে পারে তৃণমূল। অন্তত এমনটাই ইঙ্গিত দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দলের নবগঠিত স্টিয়ারিং কমিটির সঙ্গে ভারচুয়াল বৈঠক করেন অভিষেক। সেখানেই পুরভোটে লড়ার ইঙ্গিত দেন তিনি। শুক্রবার ভারচুয়াল মাধ্যমে ত্রিপুরার নবগঠিত স্টিয়ারিং কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন অভিষেক। সেই বৈঠকেই দলীয় সদস্যদের পুরভোটের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আসলে, যে কোনও এলাকায় বুথ স্তরে সংগঠন গড়ে তুলতে হলে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়া জরুরি। সেকারণেই ত্রিপুরায় ভোটের ময়দানে নামতে আগ্রহী অভিষেকরা। বাংলায় মাটি শক্ত করার পরই ত্রিপুরায় সংগঠন তৈরি করতে ঝাঁপিয়েছে তৃণমূল নেতৃত্ব। সে রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে বাড়তে থাকা ক্ষোভকে হাতিয়ার করেছে ঘাসফুল শিবির। প্র তি দিন শ’য়ে শ’য়ে বিজেপি-সিপিএম কর্মীরা যোগ দিচ্ছেন তৃণমূলে। স্বাভাবিকভাবেই সেরাজ্যে আত্মবিশ্বাসে বেড়ে গেছে তৃণমূল শিবিরের। সেই আত্মবিশ্বাসে ভর করেই পুরভোটের ময়দানে পা রাখতে চায় তাঁরা। এখন ত্রিপুরাজুড়ে ১৪৪ ধারা বজায় রাখা হয়েছে। এই ধারা বজায় থাকলে দুর্গাপুজো কেন কোনও পুজো করাই সম্ভব নয়। এই অবস্থায় ত্রিপুরা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করতে সেখানে আন্দোলন শুরু করতে চলেছে তৃণমূল।