হক জাফর ইমাম, মালদাঃ টাকা পয়সার লেনদেনে নিয়ে দুই ব্যক্তির বচসার জেরে বোমাবাজিতে জখম হলেন পাঁচ জন মহিলা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে মালদা কালিয়াচক থানার শেরশাহী মহেশপুর গ্রামে। বোমায় আহত পাঁচ মহিলাকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে সিলামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। সেখানেই তাদের চিকিৎসা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। উত্তেজিত জনতা অভিযুক্ত মন্টু শেখ নামে এক ব্যক্তির বাড়িতে চড়াও হয়ে তাঁর বাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে মালদা কালিয়াচক থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে বোমাবাজিতে জড়িত অভিযুক্তরা পলাতক। কালিয়াচকের আলিপুর ২ গ্রাম পঞ্চায়েতের শেরশাহী মহেশপুর গ্রামের বাসিন্দা রোকিম শেখ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে রোকিমের সঙ্গে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিল নয়াগ্রামের বাসিন্দা মন্টু শেখের। অভিযোগ, এদিন দুপুরে হাজিবুল শেখ নামে একজনকে সঙ্গী করে মন্টু রোকিমের বাড়িতে আসে এবং রোকিমের সঙ্গে তাঁদের বচসা বাধে। সে সময়ই হাজিবুল ও মন্টু রোকিমের বাড়িতে ব্যাপক বোমাবাজি করে পালিয়ে যায়। সেই বোমার আঘাতে জখম হন বাড়িতে থাকা পাঁচ মহিলা। স্থানীয় বাসিন্দারা সিলামপুর গ্রামীণ হাসপাতালে তাদের ভর্তি করে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বোমায় আহত ওই পাঁচ মহিলারা হলেন রোকিমের স্ত্রী মহাসুরা বিবি, রোকিমের মা ও বোন যথাক্রমে সাবেরা বিবি ও সাইরুন বিবি। প্রতিবেশী মঙলু শেখের মেয়ে মুন্নি খাতুন ও জালিম শেখের স্ত্রী জাকেরা বিবি। এদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি ঘটায় তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। রোকিমের অভিযোগ, বকেয়া টাকা চাওয়াতেই ওই অভিযুক্তরা বাড়িতে এসে বোমাবাজি করে পালিয়ে যায়।এদিকে এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। উত্তেজিত স্থানীয় বাসিন্দারা বোমাবাজিতে অন্যতম অভিযুক্ত মন্টু শেখের বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। কালিয়াচক থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।