নবান্নের ১৪ তলায় কালো ধোঁয়া দেখে পুলিশের তরফ থেকে দমকলকে খবর দেওয়া হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৩টি ইঞ্জিন ৷ তারা তড়িঘড়ি আগুনের উৎস খুঁজে বের করে আগুন নেভানোর কাজ শুরু করে ৷ পুজোর ছুটির কারণে নবান্নে তেমন কোনও কর্মী উপস্থিত ছিলেন না ৷ ধোঁয়া বের হতে দেখে আগুন আতঙ্ক ছড়ায়। তবে জানা গেছে, আগুন লাগেনি। শুধু ধোঁয়া বের হচ্ছিল। পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। সূত্রের খবর, নবান্নের ১৪ তলার ছাদে পিচ-চট বসানোর কাজ চলছিল। পাশাপাশি মোবাইল টাওয়ার বসানোর কাজও চলছিল। কোনওভাবে শর্ট সার্কিট হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দমকলকর্মীরা জানিয়েছেন, পৌনে ১২টা নাগাদ উপরতলা থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়।