কলকাতা

বুর্জ খলিফার জের! নবমীতে বিকেল ৪টে থেকে পরে দিন ভোর ৪টে পর্যন্ত বিধাননগর স্টেশনে কোনও ট্রেন দাঁড়াবে না, ভিড় রুখতে নয়া নির্দেশিকা

নবমীতে বিধাননগর স্টেশনে কোনও ট্রেন দাঁড়াবে না, নয়া নির্দেশিকা জারি করে এমনটাই জানিয়ে দিল রেল কর্তৃপক্ষ। পুজোয় অস্বাভাবিক ভিড়ের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার অর্থাত্‍ নবমীর দিন বিকেল ৪টে থেকে শুক্রবার দশমীর দিন ভোর ৪টে পর্যন্ত বিধাননগর স্টেশনে কোনও ট্রেন দাঁড়াবে না। যাত্রীদের যে চাপ পড়ছে ট্রেন পরিষেবার উপর তা কিছুটা কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। এর পাশাপাশি করোনা পরিস্থিতিতে লাগাম পড়াতে আজ মহানবমীর দিন থেকে বাতিল করা হল শিয়ালদহ শাখায় নবমী-দশমীর স্পেশাল নাইট ট্রেন। এতে ট্রেনে ভিড় খানিক কমবে বলে মনে করা হচ্ছে। বিধাননগর স্টেশনে মূলত ভিড় হচ্ছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠাকুরের জন্য। প্রতিবারই এই ক্লাব কিছু না কিছু চমক হাজির করে, তা দেখতে ভিড় জমান মানুষ। এবার শ্রীভূমির বুর্জ খলিফা মণ্ডপ দেখতেও পুজোর আগে থেকে জনজোয়ারে ভাসছিল বিধাননগর। গতকাল রাতে শ্রীভূমিতে দর্শকদের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এরপর রেলের তরফেও নেওয়া হল পদক্ষেপ। তবে শ্রীভূমির কারণেই এই পদক্ষেপ কিনা তা খোলসা করেনি রেল কর্তৃপক্ষ। এতে বহু যাত্রীর মন খারাপ হয়ে গেলেও সার্বিক পরিস্থিতির দিকে তাকিয়ে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে খবর।