জম্মু-কাশ্মীরে আতঙ্ক ফিরিয়ে আনতে চাইছে জঙ্গিরা, তাই নিশানা করে হত্যা চালিয়ে যাচ্ছে তারা, মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত ৷ নাগপুরে রেশমিবাগের মাঠে প্রতি বছরের মতো বিজয়া দশমীর শোভাযাত্রা উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে ভাগবত একথা বলেন ৷ তিনি এ প্রসঙ্গে সীমান্তবর্তী অঞ্চলে সামরিক বাহিনীর নিরাপত্তা আরও বাড়ানোর পরামর্শ দেন ৷ দেশে মুসলিম ও খ্রিস্টানদের জনসংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত। দুশ্চিন্তা প্রকাশ করে তিনি বলেন, “দেশের জনসংখ্যার দ্রুত বৃদ্ধি পাওয়ার ফলে নিকট ভবিষ্যতে অনেক সমস্যা তৈরি হবে ৷ তাই এই চ্যালেঞ্জের কথা যথাযথভাবে চিন্তা করা উচিত ৷” তিনি জানান, ২০১৫ সালে রাঁচিতে সঙ্ঘের ‘অখিল ভারতীয় কার্যকারী মণ্ডল’ বৈঠকে এ নিয়ে একটি প্রস্তাবনা পাশ করা হয়েছিল ৷ বর্তমান পরিস্থিতিতে স্থানীয় হিন্দুদের উপর অত্যাচারের খবর উঠে আসছে, অপরাধ বাড়ছে ৷ এর ফলে জনসংখ্যা বেড়ে ভারসাম্যহীন অবস্থায় পৌঁছে গিয়েছে, সেই জায়গা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ৷ এই প্রসঙ্গে ভাগবত পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী হিংসার প্রসঙ্গ তুলে বলেন, “পশ্চিমবঙ্গে নির্বাচনের পরে হিংসাত্মক ঘটনা ঘটেছে ৷ তাতে হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষের উপর সরকার অত্যাচার করেছে ৷ জনসংখ্যার ভারসাম্য নষ্ট হয়েছে ৷”