বিনোদন

৫০ লক্ষ টাকা তোলা চেয়ে সঙ্গীতশিল্পী ওস্তাদ রাশিদ খানকে প্রাণনাশের হুমকি, গ্রেপ্তার ২

 সঙ্গীতশিল্পী রাশিদ খানকে খুনের হুমকি ! প্রাণনাশের হুমকির পাশাপাশি তাঁর কাছে ৫০ লাখ টাকা তোলা চাওয়া হয়েছে বলেও অভিযোগ। দেশের নামী ক্লাসিক্যাল গায়কের অভিযোগ, দিনকয়েক আগে মোবাইলে দফায় দফায় ফোন আসে। ফোনে তাঁর বড় মেয়েকে বলা হয়, বাড়ির সামনে স্নাইপার তাক করা আছে, বাড়ি থেকে বেরলেই গুলি করা হবে শিল্পীকে! রাশিদ খানের তরফে অভিযোগ দায়ের করা হলে তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করেছে নেতাজিনগর থানার পুলিশ। গ্রেফতার হওয়া দুজনেই গায়কের দক্ষিণ কলকাতার নাকতলা এলাকার বাসভবনের কর্মচারী। ২৪ বছরের অবিনাশ কুমার ভারতী ও ২০ বছরের দীপক

আওলাখ। প্রথমজন শিল্পীর গাড়ির ড্রাইভার, পরের জন তাঁর অফিস অ্যাসিস্ট্যান্ট। অবিনাশ বিহারের বেগুসরাইয়ের লোক। দীপক উত্তরপ্রদেশের আমরোহার ছেলে। জানা গিয়েছে, অল্প কয়েকদিনই দুজনে রাশিদ খানের বাসভবনে কাজ করে ছেড়ে দেয়। দীপক দেশের বাড়ি গিয়ে সেখান থেকেই ইন্টারনেট ব্যবহার করে খুনের হুমকি দিয়ে ফোন করে, দাবি করে, প্রটেকশন মানি হিসাবে টাকা দিতে হবে। শুরু করে ৫০ লক্ষ টাকা চেয়ে, পরে অবশ্য দাবি কমতে কমতে ২০ লক্ষে নামে। হুমকি দেয়, এই টাকা না দিলে খুন করবে রাশিদ খানকে। তাকে শিল্পীর যাবতীয় তথ্য, তিনি কখন, কোথায় যাচ্ছেন, সেই তথ্য দিয়ে সাহায্য করে চালক অবিনাশ।   গোটা ব্যাপারের সঙ্গে সরাসরি জড়িত থাকায় দুজনকে গ্রেফতার করা হয়। দীপককে ট্রানজিট রিম্যান্ডে নিয়ে আসা হয়েছে। তদন্ত চলছে। দুই অভিযুক্তই পুলিশের হেফাজতে রয়েছে।