দেশ

ফের টানা ৩দিন ধরে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

পর পর তিনদিন ধরে বাড়ল পেট্রোল ও ডিজেলের দর ৷ শনিবার সকালে কলকাতায় পেট্রোলের দাম হল লিটার পিছু ১০৬ টাকা ১০ পয়সা ৷ আর ডিজেলের দর বেড়ে হয়েছে ৯৭ টাকা ৩৩ পয়সা প্রতি লিটার ৷ রাজধানীতে দিল্লিতে পেট্রোল ও ডিজেলের দর কলকাতার থেকে কিছুটা কম ৷ সেখানে আজ এই দুই জ্বালানি তেলের দাম লিটারে ৩৫ পয়সা করে বেড়েছে ৷ এদিন সেখানে পেট্রোলের দাম ১০৫ টাকা ৪৯ পয়সা প্রতি লিটার ৷ আর ডিজেল লিটার পিছু ৯৪ টাকা ২২ পয়সায় বিক্রি হয়েছে ৷ চেন্নাইয়ে পেট্রোলের দাম দিল্লি ও কলকাতার তুলনায় কম হলেও ডিজেলের দাম এই দুই শহরের চেয়ে বেশি ৷ শনিবার চেন্নাইয়ে পেট্রোলের দর ১০২ টাকা ৭০ পয়সা প্রতি লিটার ৷ আর ডিজেলের দাম লিটার পিছু ৯৮ টাকা ৫৯ পয়সা ৷ তবে এই তিন মেট্রো শহরের তুলনায় মুম্বইয়ে পেট্রোল ও ডিজেলের দাম সবচেয়ে বেশি ৷ সেখানে এই দুই জ্বালানি তেলের দামের সেঞ্চুরি আগেই হয়ে গিয়েছে ৷ শনিবার সেখানে পেট্রোলের দাম লিটার পিছু ৩৪ পয়সা বেড়ে হয়েছে ১১১ টাকা ৪৩ পয়সা ৷ আর ডিজেলের দাম বেড়েছে ৩৭ পয়সা প্রতি লিটার ৷ এদিন বাণিজ্য নগরীতে লিটার পিছু পেট্রোলের দাম ছিল ১০২ টাকা ১৫ পয়সা ৷