বিদেশ

আফগানিস্তানের মসজিদে বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৬২

দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার প্রভিন্সের এক মসজিদে আচমকাই আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। বিস্ফোরণে ৬২ জনের মৃত্যু হয়েছে,আহত শতাধিক। এমনটাই সূত্রের খবর।শুক্রবার নামাজের জন্য ওই মসজিদে জড়ো হয়েছিল প্রায় ৫০০ জন। আচমকাই মসজিদের সিকিউরিটি চেকিং গেটে আচমকাই আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটে। প্রাণ বাঁচাতে নিরাপত্তারক্ষীরা পালাতে গেলে আরেকটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটে সেখানে। কান্দাহার প্রভিন্সের প্রশাসনিক কর্তা ব্যক্তিরা খবর পেয়ে ছুটে আসে ঘটনাস্থলে। উদ্ধার কাজে হাত লাগায় পুলিশ প্রশাসন, স্থানীয় মানুষ এবং মসজিদ কর্তৃপক্ষ। কান্দাহার প্রভিন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রায় ৩০ টি মৃতদেহ আর ৭০ জন আহত ব্যক্তিকে। অন্য আর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় একাধিক মৃতদেহ এবং ৫৬ জন আহত ব্যক্তিকে। কান্দাহার প্রভিন্সের প্রশাসনিক মুখপাত্র বিলাল করিমি জানান, ঘটনাস্থল থেকে ৪৭ টি মৃতদেহ উদ্ধার হয়েছে, পাশাপাশি প্রায় ১০০ জনের উপর আহতকে স্থানান্তরিত করা হয়েছে দুটি হাসপাতলে। আরও কিছু আহত ব্যক্তিকে অন্যান্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কান্দাহার প্রভিন্সের তথ্য এবং প্রযুক্তি দপ্তরের তালিবান কর্মকর্তা হাফিজ শহিদ জানান ৪৭ জনের মৃত্যু হয়েছে এই আত্মঘাতী বোমা বিস্ফোরণে। এই বিস্ফোরণের দায়ভার এখনো কোনও সংগঠন স্বীকার করেনি।