টানা প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি কেরল। গোটা রাজ্য না হলেও, পাঁচটি জেলায় রেড অ্যালার্ট এবং সাতটি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। জলমগ্ন কেরলের একের পর এক ভিডিও ফুটেজ ভাইরাল হয়ে চলেছে সোশ্যাল মিডিয়ায়। কোট্টায়ামেরই গ্রামীণ এলাকার আর একটি ভিডিওতে বাস নয়, আটকে গেল চারচাকা গাড়ি।জলের তোড়ে রীতিমতো ভাসমান অবস্থা সেটির। ৪- ৫জন সেটিকে টেনেহিঁচড়ে যথাস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কাঞ্জিরাপ্পাল্লি এলাকার জলমগ্ন রাস্তার দৃশ্য। ছাতা মাথায় হাঁটুর ওপর জল নিয়ে কষ্টেসৃষ্টে রাস্তায় চলাফেরা করছেন লোকজন। মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে রাজ্যবাসীকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে আরব সাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে আগামিকাল পর্যন্ত বৃষ্টি চলবে। কাজেই দুর্ভোগ বাড়বে বই কমবে না। এখনও পর্যন্ত অন্তত ৫ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। নিখোঁজ বহু। দেখুন ভিডিও –