২০২১-এর নির্বাচনে বংলায় বিজেপিকে গোহারা হারানোর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই মডেল হয়ে গিয়েছে মোদি বিরোধী লড়াইয়ে। কংগ্রেস বিজেপির বিরুদ্ধে সে অর্থে চোখে চোখ রেখে লড়াই করতে পারেনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল বাংলা একা লড়াই করে দেখিয়ে দিয়েছে মোদি-শাহ সহ ফুল টিমকে হারানো যায়! উদ্ধব এদিন বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূল সু প্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্যের কথা তুলে ধরে বলেন, ‘বাংলার পথেই বিজেপির মোকাবিলা করবে মহারাষ্ট্র। বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে কংগ্রেস-এনসিপির সঙ্গে হাত মেলানোর কারণে শিবসেনাকে কোণঠাসা করতে চাইছে বিজেপি। আমরা যখন আপনাদের সঙ্গে ছিলাম ভাল ছিলাম, ইডিকে ব্যবহার না করে সামনা-সামনি লড়ুন। অনেক চক্রান্তের পরেও আমাদের সরকার দু’বছর পূর্ণ করতে চলেছে।’এর পাল্টা দিয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ। তিনি বলেন, আমরা কোনও সরকারই ফেলার চক্রান্ত করিনি। মুখ্যমন্ত্রী বলেছেন মহারাষ্ট্র পশ্চিমবঙ্গকে অনুসরণ করবে। মানে উনি বাংলার মতোই বিরোধীদের খুন করাতে চান। বিজেপি মহারাষ্ট্রকে বাংলা হতে দেবে না।’ পাশাপাশি শাহরুখ-পুত্র আরিয়ান খানের গ্রেপ্তারি বিজেপির চক্রান্তের অংশ বলেই অভিযোগ করলেন শিবসেনা প্রধান। চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, ‘ক্ষমতা থাকলে আমার সরকার ফেলে দেখান।’এরই সঙ্গে এনসিবি-কে খোঁচা দিয়ে তিনি বলেন, সেপ্টেম্বরে আদানি গোষ্ঠী পরিচালিত গুজরাটের মুদ্রা বন্দর থেকে ৩ হাজার কিলোগ্রাম মাদক উদ্ধার হয়েছিল, যার বাজারমূল্য ১৯ হাজার কোটি টাকা। তিনি আরও বলেন, ‘মাদক কি শুধু মহারাষ্ট্রে উদ্ধার হয়েছে? মহারাষ্ট্র পুলিশ সম্প্রতি অভিযান চালিয়ে ১৫০ কোটি টাকার মাদক উদ্ধার করেছে। আপনাদের সংস্থা এক চিমটে গাঁজা উদ্ধার করে খ্যাতনামা ব্যক্তিদের ধরে ছবি তুলতেই উৎসাহী।’