উত্তরাখণ্ড জুড়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এই কারণে আজ, সোমবার রাজ্যের সমস্ত সরকারী- বেসরকারী স্কুল, অঙ্গনওয়াড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির মাঝে ছাত্র-ছাত্রীরা যাতে বিপদে না পড়েন সেই দিকে লক্ষ্য রেখেই এই সিদ্ধান্ত বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে উত্তরাখণ্ডে ১৭-১৯ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাসে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সমস্ত রকমের পরিস্থিতির জন্য প্রস্তুত আছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।