মালদা

টোটো চালকদের ইঁটের আঘাতে যখম চার পুলিশ কর্মী

হক জাফর ইমাম, মালদাঃ টোটো চালকদের ইঁট পাথরের আঘাতে জখম হলেন চার পুলিশ কর্মী‌। ভাঙচুর করা হয়েছে পুলিশের একটি গাড়িও বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ পুরাতন মালদা থানার সাহাপুর এলাকার রাজ্য সড়কে টোটো চালকদের অবরোধ,  আন্দোলন তুলতে গিয়ে রণক্ষেত্রে পরিস্থিতি তৈরি হয়। প্রবল বৃষ্টি সুযোগ নিয়ে আন্দোলনকারীদের একাংশ কর্তব্যরত পুলিশ কর্মীদের লক্ষ্য করে ইট , পাথর ছুড়ে বলে অভিযোগ । সেই মুহূর্তে ভাঙচুর করা হয় পুলিশের একটি গাড়িও । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় । এমনকি কাঁদানে গ্যাসের সেলও ছুঁড়তে হয় বলে অভিযোগ । যদিও লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ার অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ। এদিকে জখম চার পুলিশকর্মীকে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসা হয়।  পুলিশের ওপর হামলা , সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় তিনজন টোটো চালককে আটক করেছে পুরাতন মালদা থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে,  আহত চার পুলিশ কর্মীর মধ্যে দুইজন রাফ।  তাদের নাম নিরঞ্জন বর্মন (৪১) এবং চৈতন্য দাস (৩৩)।  পাশাপাশি আহত দুই সিভিক পুলিশের নাম মোহাম্মদ মহিদুর রহমান (৩৩) এবং ফরিদা খাতুন (২৫)। এদের মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে।