মালদা

স্বামীর অবর্তমানে গৃহবধূকে গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা

হক জাফর ইমাম, মালদাঃ পারিবারিক বিবাদের জেরে স্বামীর অবর্তমানে গৃহবধূকে গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠলো ভাসুর সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে
কালিয়াচক থানার এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূ বর্তমানে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল চিকিৎসাধীন। ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে মালদা কালিয়াচক থানায় অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে মালদা কালিয়াচক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে অগ্নিদগ্ধ ওই মহিলার গৃহবধূর নাম নুরবানু বিবি (৩০) পরিবার সূত্রে জানা গিয়েছে প্রায় ১২ বছর আগে প্রেম সম্পর্কে লিপ্ত হয়ে বিবাহ হয় তাদের বর্তমানে পরিবারে রয়েছে চারটি কন্যা সন্তান। অভিযোগ নুরবানু বিবির সঙ্গে তার ভাসুর হাউল শেখের বাড়ি নিয়ে বিভাগ স্বামী আদি আলসেক পেশায় বিভিন্ন রাজ্যের শ্রমিক বর্তমানে দিল্লিতে শ্রমিকের কাজে রয়েছেন এই সুযোগে স্বামী বাড়িতে না থাকায় ভাসুর হাউল শেখ ও তার পরিবারের লোকেরা তাদের একটি ঘরে দখল নিতে চাই এই নিয়ে দিন আগে গৃহবধূ কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করে পারিবারিক বিবাদের জেরে গৃহবধূর থানায় অভিযোগ দায়ের করায় রবিবার রাতে অভিযুক্তরা তাকে মারধর করে এমনকি সকলে মিলে গৃহবধূর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। গৃহবধূর চিৎকার শুনে ছুটে আসে প্রতিবেশী ও বাবার বাড়ির লোকেরা গৃহবধূকে উদ্ধার করতে গিয়ে জখম হয় তার এক ভাই। গৃহবধূকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় তবে শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় রাতেই মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এ স্থানান্তরিত করা হয় বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা কালিয়াচক থানার পুলিশ।