কলকাতা

৪ কেন্দ্রের নিরাপত্তায় জোর, জেলাশাসকদের নিয়ে বৈঠক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের

সামনেই বাংলার বাকি ৪ কেন্দ্রের উপনির্বাচন। তার আগে বুধবার বিকেল ৫টা নাগাদ ৪ জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচন অফিসারদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব-সহ অন্য পদস্থ আধিকারিকরা। ৪ কেন্দ্রের ভোট প্রস্তুতির শেষ মুহূর্তের হালহকিকত খতিয়ে দেখতেই এই বৈঠকে বসেন তাঁরা। বৈঠকে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক-সহ অন্য আধিকারিকরাও। সীমান্ত সিল করা থেকে শুরু করে, নিরাপত্তার ক্ষেত্রে যে সব অভিযোগ জমা পড়েছে, সে গুলিতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই সব বিষয়গুলি নিয়ে আজ আলোচনা হয় বৈঠকে। এর পাশাপাশি এলাকায় বহিরাগতদের উপস্থিতি এবং বিরোধীদের হুমকি সহ যে সব অভিযোগ জমা পড়েছে, সেসবের যাতে আর পুনরাবৃত্তি না হয়, তাও দেখতে জেলাশাসক তথা জেলা নির্বাচন অফিসার সহ জেলার পদস্থ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। একইসঙ্গে, ভোটের দিন নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত রিপোর্টগুলি যেন সময় মতো কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সহ প্রয়োজনীয় জায়গায় জমা পড়ে, তাও দেখতে হবে চার কেন্দ্রের জেলা নির্বাচন অফিসার সহ বৈঠকে উপস্থিত পদস্থ আধিকারিকদের। আজকের বৈঠকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, নিরাপত্তার ক্ষেত্রে যাতে কোনও খামতি না থাকে, অভিযোগ জমা পড়লেই যেন তার সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া হয়, তা মনে করিয়ে দেওয়া হয়েছে বুধবারের ভিডিও কনফারেন্সে। জানা গিয়েছে, এই চার কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকবে ৮০ কম্পানি কেন্দ্রীয় বাহিনী। সবথেকে বেশি বাহিনী মোতায়েন করা হবে দিনহাটায়। ২৪ কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে দিনহাটার ৪১৭ টি ভোটগ্রহণ কেন্দ্রে। এর পাশাপাশি শান্তিপুরে মোতায়েন হচ্ছে ১৯ কম্পানি বাহিনী, খড়দায় মোতায়েন করা হচ্ছে ১৭ কম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং গোসাবায় মোতায়েন করা হচ্ছে ২০ কম্পানি কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ, বোঝাই যাচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থায় কোনও খামতি রাখতে চাইছে না নির্বাচন কমিশন।