জেলা

ঝালদা খুনের ঘটনায় গ্রেফতার নিহত কাউন্সিলরের ভাইপো

ঝালদা কংগ্রেস কাউন্সিলর খুন কাণ্ডে প্রথম গ্রেফতার। ম্যারাথন জেরার মুখে পড়েছিলেন। নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ভাইপো দীপককে গ্রেফতার করল পুলিস। পুরুলিয়া ঝালদা পুরসভা এবার ত্রিশঙ্কু। ২ নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেসে টিকিটে জিতেছিলেন তপন কান্দু। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে নবনির্বাচিত কাউন্সিলরকে কারা খুন করল? ঝালদা থানার আইসির বিরুদ্ধে পুলিস সুপারকে চিঠি দিয়েছেন নিহতের স্ত্রী। তাঁর অভিযোগ, পুরনির্বাচন ঘোষণার পর থেকে নাকি তপন কান্দুকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য দিচ্ছিলেন আইসি! এমনকী, এই অভিযোগের স্বপক্ষে একটি অডিয়ো ক্লিপও প্রকাশ করেছেন নিহত কাউন্সিলরের ভাইপো মিঠুন কান্দু। যদিও এর সত্যতা যাচাই করেনি বঙ্গনিউজ। প্রসঙ্গত, পুরভোটে ঝালদার ২ নম্বর তৃণমূল প্রার্থী হয়েছিলেন তপন কান্দুর ভাইপো দীপক। কাকার কাছে অবশ্য হেরে যান তিনি। ঘটনার পর দীপককে ম্যারাথন জেরা করে পুলিস। অবশেষে গ্রেফতার করা হল নিহত কাউন্সিলরের ভাইপোকে। এমনকী, তাঁর বাবা-ও খুনের সঙ্গে জড়িত কিনা, তা তদন্তসাপেক্ষ বলে জানিয়েছেন পুরুলিয়ার পুলিস সুপার।