ফার্মহাউজে বন্দি করে টানা দু’দিন ধরে লাগাতার গণধর্ষণের অভিযোগ উঠল ওই বিজেপি নেতা ও তার তিন শাগরেদের বিরুদ্ধে। এরপর ওই যুবতীকে অচৈতন্য অবস্থায় বাড়ির সামনে ফেলে পালিয়ে যায় তারা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালর অদূরের শাহদল গ্রামের। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, গত ১৮ ফেব্রুয়ারি বাড়ি থেকে মুদির দোকানে যাওয়ার জন্য বেরিয়েছিল যুবতী। তারপর আর ফেরেননি। নিকট আত্মীয় বা কোথাও গিয়েছে ভেবে প্রথমেই পুলিসের কাছে নিখোঁজ অভিযোগ জানানো হয়নি। এরপর ২০ ফেব্রুয়ারি যুবতীকে বাড়ির কাছেই অচৈতন্য অবস্থায় দেখতে পান তাঁরা। রক্তে ভেসে যাচ্ছিল তাঁর শরীর। এরপরেই পরিবারের সদস্যরা পুলিসের দ্বারস্থ হন এবং লিখিত অভিযোগ দায়ের করেন। পরিবারের অভিযোগের তির জাতিপুরের বিজেপি শীর্ষ নেতা বিজয় ত্রিপাঠি এবং তার ৩ শাগরেদ রাজেশ শুক্লা, মুন্না সিং এবং মনু মহারাজ নামে চার যুবকের বিরুদ্ধে। তাঁদের দাবি, এই চারজনই তাঁদের মেয়েকে অপহরণ করে ফার্মহাউজে আটকে রেখে ২দিন ধরে গণধর্ষণ করে। পুলিস জানিয়েছে, জবানবন্দিতে নির্যাতিতা জানিয়েছেন, রাজেশ শুক্লা তাঁকে অপহরণ করে এবং একটি গাড়িতে করে ফার্মহাউজে তুলে নিয়ে যায়। তারপর সেখানে আটকে রেখে শারীরিক নির্যাতন করে। জোর করে মদ্যপান করতেও বাধ্য করা হয় বলেও অভিযোগ করেন তিনি। বর্তমানে নির্যাতিতা হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের অভিযোগ এবং যুবতীর জবানবন্দির উপর ভিত্তি করে অভিযুক্ত ওই চারজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তবে ধর্ষকরা ঘটনার পর থেকেই পলাতক। পুলিস তল্লাশি চালাচ্ছে। শুরু হয়েছে তদন্তও।