জন্মের শংসাপত্রের সঙ্গেই আধার কার্ড। আগামী কয়েক মাসের মধ্যে সদ্যোজাতদের জন্য গোটা দেশে এই পরিষেবা চালু হতে চলেছে। বর্তমানে ১৬টি রাজ্যে এই পরিষেবা রয়েছে। সূত্রের খবর, আর কয়েক মাসেই দেশের সব রাজ্যে মিলবে এই পরিষেবা। জন্মের শংসাপত্রের সঙ্গে আধার সংযোগের পরিকল্পনা বাস্তবায়নের কাজ বছর খানেক আগে শুরু হয়েছিল। এখনও পর্যন্ত ১৬টি রাজ্যে এই পরিষেবা চালু করা গিয়েছে। পাঁচ বছর পর্যন্ত শিশুদের বায়োমেট্রিক নেওয়া হচ্ছে না। এই শিশুদের ঠিকানা, বাবা-মায়ের নাম অন্য তথ্যের সঙ্গে ছবির মাধ্যমে আধার পরিচয় নির্ধারণ করা হবে। তবে পাঁচ বছর পেরিয়ে গেলেই লাগবে বায়েমেট্রিক আপডেট। ৫ থেকে ১৫ বছর পর্যন্ত শিশু-কিশোরদের আধার-যোগের জন্য হাতের দশটি আঙুলের বায়োমেট্রিক লাগবে। সঙ্গে ছবি।