দেশ

অবশেষে I.N.D.I.A জোট আসন সামঝোতা, দিল্লি সহ ৫ রাজ্যে চূড়ান্ত আপ-কংগ্রেসের!

পঞ্জাবে না হলেও অন্য চার রাজ্যে আসন সমঝোতা নিশ্চিত করল কংগ্রেস ও আম আদমি পার্টি৷ আপাতত দিল্লি, গুজরাত, হরিয়ানা রাজ্যে আসন ভাগাভাগি হল৷ চণ্ডীগড়ের একমাত্র আসনে লড়াই করবে কংগ্রেস আর গোয়ায় দু’টি আসনেই লড়াই করবে কংগ্রেস৷ দিল্লিতে সাংবাদিক বৈঠক করে এই আসন সমঝোতার কথা ঘোষণা করা হল৷ পাশাপাশি এটিও ঘোষণা করা হল, দু’টি দলই ঠিক করেছে, পঞ্জাবে উভয়েই নিজের মতো করে লড়াই করবে, সমঝোতা হবে না৷ দিল্লির আপ সাংসদ সন্দীপ পাঠক বলেন, ‘যে ভাবে ভারতীয় জনতা পার্টির সরকার সমস্ত সরকারি প্রতিষ্ঠানকে ধ্বংস করছে, যে ভাবে দেশের ভোটারদের অধিকার চুরি করা হচ্ছে, যে ভাবে দেশের সাধারণ মানুষ বেকারত্ব ও মুদ্রাস্ফীতি ও অন্য সব সমস্যার মুখে পড়ছেন, সেই কারণে দেশের মানুষের কাছে দরকার সৎ ও শক্তিশালী বিরোধী শক্তি৷ সেই বিষয়টি ভেবে ও দেশের স্বার্থের দিকে নজর রেখে, আমরা এই জোট তৈরি করেছি৷’ কংগ্রেসের নেতা মুকুল ওয়াসনিক বলেছেন, আপ ও কংগ্রেস যে যে আসনে লড়াই করবে, সেই আসনগুলিতে তাঁরা নিজেদের প্রতীকেই লড়বেন৷ রাজধানীতে আপ লড়াই করবে নিউ দিল্লি, পশ্চিম দিল্লি, দক্ষিণ দিল্লি ও পূর্ব দিল্লিতে৷ এ ছাড়া কংগ্রেস লড়াই করবে চাঁদনি চক, উত্তর পূর্ব দিল্লি ও উত্তর পশ্চিম দিল্লি আসনে৷এ ছাড়া বলা হয়েছে, গুজরাতের মোট ২৬টি আসনের মধ্যে কংগ্রেস লড়াই করবে মোট ২৪টি আসনে আর আম আদমি পার্টি লড়বে মোট চারটি আসনে৷ এ ছাড়া হরিয়ানার ১০টি আসনের মধ্যে কংগ্রেস লড়াই করবে ন’টি আসনে আর আপ লড়াই করবে একটি আসনে৷