কলকাতা

‘ক্ষতিগ্রস্ত হতে পারে গণতন্ত্র’, রিমোট-ভোটিং নিয়ে কমিশনকে চিঠি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

 সর্বদলীয় বৈঠকে ‘রিমোট ভোটিং’-এর বিরোধিতা আগেই করেছিল তৃণমূল। এবার ‘রিমোট ভোটিং’ নিয়ে কমিশনের কাছে সরাসরি চিঠি পাঠালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে পাঠানো সেই চিঠিতে অভিষেক লিখেছেন, তাঁর দল সম্প্রতি কমিশনের পাঠানো চিঠি পেয়েছে। সেখানে কমিশন ‘রিমোট ভোটিং’কে আইনি স্বীকৃতি দেওয়ার বিষয়ে তাদের মতামত জানতে চেয়েছে। কিন্তু, অভিষেকের বক্তব্য, এতে ভোটারদের ভোটে অংশগ্রহণের হার সার্বিক ভাবে বাড়ার সম্ভাবনা থাকলেও, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিবহুল। তাই এত দ্রুত ‘রিমোট ভোটিং’ নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া কমিশনের উচিত নয় বলেই মনে করে তাঁর দল।