Posted onAuthorবঙ্গনিউজComments Off on হাড়োয়ায় রোড শো এবং জনসংযোগ করলেন অভিষেক
সোমবারে উত্তর ২৪ পরগণার হাড়োয়ায় রোড শো এবং জনসংযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শোনেন স্থানীয়দের অভাব- অভিযোগ-সমস্যার কথা। সরব হন কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে। তাঁর আবেদন, বাংলার প্রাপ্য টাকা আদায় করতে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে জয়ী করুন।