কলকাতা

নিজাম প্যালেসে অভিষেক

কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশমাফিক রাজ্যের নিয়োগ দুর্নীতির ঘটনায় তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গতকাল অভিষেক যখন বাঁকুড়াতে ছিলেন সেই সময়েই সেই চিঠি তিনি হাতে পান। সেই চিঠিতে কার্যত ২৪ ঘন্টা সময় না দিয়েই কলকাতার নিজাম প্যালেসে তলব করা হয় অভিষেককে। সেই ডাকে অবশ্য সাড়া দিয়েছেন অভিষেক। শুক্র রাতেই বাঁকুড়া থেকে কলকাতায় ফিরে শনি সকালে নির্দিষ্ট সময়েই নিজাম প্যালেসে চলে যান অভিষেক। এদিন সকাল ১০টা ৫২ মিনিটে কালীঘাটের বাড়ি থেকে রওনা দেন অভিষেক। সকাল ১০টা ৫৮ মিনিটে নিজাম প্যালেসে পোঁছান তিনি। জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতির ঘটনায় সিবিআইয়ের হাতে ধৃত তৃণমূলের প্রাক্তন ছাত্রনেতা কুন্তল ঘোষ ও মিডলম্যান তাপস মণ্ডলের বয়ানের ভিত্তিতেই অভিষেককে জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই’র আধিকারিকেরা। মোট ৫ পাতার প্রশ্ন তৈরি করা হয়েছে তাঁর জন্য। তবে এদিন হাজিরা দেওয়ার আগে অভিষেকের তরফ থেকে একটি চিঠি দেওয়া হয় সিবিআই-কে। সেই চিঠিতে অভিষেক জানান যে, কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তাঁকে নিয়োগ দুর্নীতির ঘটনায় জিজ্ঞাসাবাদ করার যে রায় দিয়েছেন তার বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন। চিঠিতে অভিষেক জানিয়েছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ১৯ তারিখ নোটিস দিয়ে তাঁকে ২০ তারিখেই হাজিরার নির্দেশ দিয়েছে। এক দিনেরও কম সময় পাওয়ায় তিনি বিস্মিত। অভিষেক আরও জানিয়েছেন, তিনি ইতিমধ্যে বিচারপতি সিন্হার নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন। ২২ মে, সোমবার শীর্ষ আদালতে তাঁর মামলার দ্রুত শুনানির আর্জিও জানানো হবে। তবে এদিনের জিজ্ঞাসাবাদে যে কোনও বাধা নেই সেটাও অভিষেককে জানিয়ে দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। সূত্রে জানা গিয়েছে, এদিন অভিষেকের বয়াস রেকর্ডও করা হচ্ছে।