দিল্লির লোধি এস্টেটে সৌগত রায়ের বাড়িতে রবিবার রাতে জরুরি বৈঠক। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকের নেতৃত্বে বলেই তৃণমূল সূত্রে খবর। হাজির থাকবেন তৃণমূলের সব সাংসদ ও মন্ত্রীরা। এছাড়া বেশ কয়েকজন গু্রুত্বপূর্ণ বিধায়কও থাকবেন। আগামীকাল, সোমবার থেকে শুরু হবে তৃণমূলের দিল্লি মিশন। তার আগে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগতে দলের নেতাদের নিয়ে এই বৈঠক বলে খবর।২ এবং ৩ অক্টোবর দিল্লিতে ‘ধরনা’৷ কেন্দ্রের কাছ থেকে বঙ্গের বকেয়া টাকা আদায়ের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করতে চলেছে তৃণমূল৷ ইতিমধ্যেই রাজধানীতে পৌঁছে গিয়েছেন তৃণমূলের প্রথমসারির নেতারা৷ কর্মীদের নিয়ে রওনা দিয়েছে একাধিক বাসও৷ রবিবার বিকেলে দিল্লি পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷