কলকাতা

সমস্ত সাংসদ-বিধায়কদের দিল্লিতে ডেকে পাঠালেন অভিষেক

একশো দিনের কাজের বকেয়া টাকা আদায়ের দাবিতে দিল্লিতে এবার কোমর বেঁধে নামছে তৃণমূল৷ আগামী ১ অক্টোবরের মধ্যে দলের সমস্ত সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, পুরসভার চেয়ারম্যান এবং কাউন্সিলরদের দিল্লিতে পৌঁছনোর নির্দেশ তৃণমূল নেতৃত্বের। আগামী ২ অক্টোবর ধর্না কর্মসূচি পালিত হওয়ার কথা৷ ১০০ দিনের কাজের টাকা আদায়ের দাবিতে বহু আগেই দিল্লিতে এই ধর্না কর্মসূচি করার কথা ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ আগামী ২ অক্টোবর সেই কর্মসূচি পালন করতে চলেছে তৃণমূল৷ যদিও এখনও পর্যন্ত কর্মসূচি পালনের বিষয়ে কোনও অনুমতি দেয়নি দিল্লি পুলিশ৷ সোমবার সেকথা নিজেই জানিয়েছেন অভিষেক৷ এদিন তিনি বলেন, “আমরা বার বার আবেদন জানানো সত্ত্বেও দিল্লি পুলিশ ধর্না বিক্ষোভের অনুমোদন দেয়নি। কিন্তু, লিখিতভাবে সেটি জানাচ্ছে না দিল্লি পুলিশ। একবার লিখিতভাবে পুলিশ সেটা জানালে আমরা সর্বোচ্চ আদালতে যাব।”