নবজোয়ার কর্মসূচির শেষ পর্যায় চলছে। আগামী ১৬ জুন শেষ হবে এই অভিযান। ফের ২০ জুন থেকে জেলা সফরে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার নবজোয়ার কর্মসূচির মাঝেই রক্তদান করলেন তিনি। বারুইপুরের কর্মসূচি শেষ করে তিনি সন্ধ্যা নাগাদ এসেছেন জয়নগরে। করেন রোড শো এবং জনসংযোগ। তারপরেই যান রক্তদান শিবিরের একটি অনুষ্ঠানে। স্বাস্থ্যপরীক্ষা করানোর পরে ওই শিবিরে রক্তদান করেন তিনি। দীর্ঘ প্রায় দু’মাসের কর্মসূচির মাঝে ক্লান্ত হলেও তাঁর রক্তদানের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। উল্লেখ্য, তিনি আছেন দক্ষিণ ২৪ পরগণা জেলায়। এই জেলার কাকদ্বীপেই শেষ হবে ‘নবজোয়ার’। আগামী ১৬ জুনের সভা থেকে যৌথ বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। বড় সভার বদলে আপাতত রোড শো- ছোট ছোট সভা এবং জনসংযোগে জোর দিয়েছেন অভিষেক। একসঙ্গে চলছে নবজোয়ার এবং ভোট প্রচার কর্মসূচি।