দেশ

বিজেপিতে পরিবারতন্ত্র, ৪৮ নেতার পরিবারের তথ্য দিয়ে পোস্ট করে, মোদিকে পালটা নিশানা অভিষেকের

মঙ্গলবার রোজগার মেলায় ভাষণ দেওয়ার সময় নাম না করে রাজ্যের তৃণমূল সরকারকে নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার পাল্টা বিজেপিতে পরিবারতন্ত্রের ছবি প্রকাশ্যে এনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাতে নিজের টুইটার হ্যান্ডেলে বিভিন্ন বিজেপি নেতার পরিবারের ছবি প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে ডায়মন্ডহারবারের সাংসদ দেখান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নিজেদের নিকটাত্মীয়কে কোথায় কোথায় ক্ষমতার কেন্দ্রে জায়গা করে দিয়েছেন। টুইটে ছবি প্রকাশের পাশাপাশি অভিষেক লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, মাঝে মধ্যে নিজেরই নিজের পরামর্শ নেওয়া উচিত। কী প্রচার করবেন তার সঠিক প্রস্তুতি নেওয়া উচিত।’ উল্লেখ্য মঙ্গলবার ‘রোজগার মেলা’র ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘সম্প্রতি আপনারা একটি রাজ্য থেকে পাওয়া খবরে দেখেছেন, কী ভাবে ‘ক্যাশ ফর জব’এর ঘটনা ঘটেছে। যুব সমাজকে ধ্বংস করা হয়েছে। পরিবারতন্ত্রের রাজনীতি চাকরির নামে এ ভাবেই লুট করছে যুবসমাজকে।’ সেই মন্তব্যের প্রেক্ষিতে এবার মোদিকে বিঁধলেন অভিষেক। প্রসঙ্গত বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে ব্যাপম কেলেঙ্কারির মতো শিক্ষাক্ষেত্রে দুর্নীতি গোটা দেশে আলোড়ন ফেলে দিয়েছিল। ত্রিপুরায় ১০,৩২৩ শিক্ষকের চাকরি কেড়ে নিয়েছে বিজেপি শাসিত সরকার।