গাড়ির ছাদে উঠে বিপুল জমায়েতের মাঝে বক্তব্য রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইটাহার থেকে তিনি সরব হলেন কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে।তিনি বলেন, বাংলার প্রাপ্য আনতে বাংলার
মানুষকে নিয়ে তিনি দিল্লি যাবেন। বলেন, দিল্লির কাছে তিনি কোনও মতেই মাথা নত করবেন না। বাংলার প্রাপ্য আদায় করেই ছাড়বেন। দেশের রাজধানীতে গিয়ে বাংলার মানুষকে নিয়ে আন্দোলনে নামার কথাও বলেন তিনি।
তিনি এও বলেন, মোদির আচ্ছে দিন মানে রান্নার গ্যাসের দাম ৪০০ টাকা থেকে বেড়ে ১২০০ টাকা হয়ে যাওয়া। বলেন, পেট্রোল- ডিজেল- সরষে-কেরোসিন তেলের দাম মোদি’র আমলে লাগাম ছাড়া হয়েছে। এরপরেই জমায়েতের উদ্দেশ্যে অভিষেক বলেন, নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন।