জেলা

‘নির্দল প্রার্থী হয়ে জিতলেও জায়গা হবে না দলে’, আবারও কড়া বার্তা অভিষেকের

আবারও কড়া বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের নেতা ও কর্মীদের মনে করিয়ে দিলেন দলীয় অনুশাসনের কথা। বললেন, টিকিট না পেয়ে কেউ নির্দল হয়ে জিতে পরে দলে আসতে চাইলেও তাঁকে আর ফেরানো হবে না। দলীয় অধিবেশন থেকে তিনি বলেন, প্রার্থী নিজের পছন্দের না হলে অনেকেই ভাবেন বুথে বসবেন না, প্রচার করবেন না। তা দলীয় শৃঙ্খলা নয়। বলেন, দল যাকে প্রার্থী করবে তাঁর জন্য প্রচার করতে হবে সকলকে। আরও বলেন, গত ১৪ মাসে বিভিন্ন জেলা থেকে অনেকেই ভোটে টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন, তাঁদের অনেকেই জিতেছিলেন। পরবর্তীকালে অনেক দাদার পায়ে ধরে তাঁরা দলে ফিরতে চেয়েছিলেন কিন্তু ফেরানো হয়নি। তাঁর সাফ কথা, ‘দুটো গ্রাম পঞ্চায়েত হারতে রাজি কিন্তু দলীয় শৃঙ্খলার ওপরে কেউ নেই’। বলেন, চার প্রধানকে তিনি পদত্যাগ করিয়েছেন। কারণ, গ্রামে গিয়ে তিনি দেখেছেন যে তাঁরা কাজ করেননি। আরও বলেন, প্রতি বছর কাজ করতে হবে। দলীয় সভায় প্রশ্ন ছুঁড়ে বলেন, কাজ করে থাকলে পরীক্ষা দিতে অসুবিধা কেন? বার্তা, সব সমস্যার দ্রুত সমাধান করতে না পারলেও মানুষের কথা শুনুন।