জেলা

দেশ জুড়ে মূল্যবৃদ্ধির জন্য দায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: অভিষেক

রাজ্যে যখন কাঁচা লঙ্কার দর ৩০০ টাকা কেজি ছুঁয়েছে, দাম নিয়ন্ত্রণে বাজারে হানা দিচ্ছে টাস্ক ফোর্স। সেই আবহে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রের শাসকদল বিজেপিকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার পূর্ব বর্ধমানের কালনার বৈদ্যপুরের জনসভা থেকে জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে সরব হন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। বুধবার বৈদ্যপুরের নির্বাচনী জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী মোদি ও বিজেপিকে নিশানা করে বলেন, ‘মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া। এর জন্য দায় দায়িত্ব যদি একমাত্র কারওর হয়, তার নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সরকার। এদেরকে যদি আমরা উৎখাত না করি আগামী দিন বাংলা কেন দেশের ভবিষ্যত গঙ্গায় জলাঞ্জলি দিতে হবে।’ জীবনদায়ী ওষুধ-সহ জিনিসপত্রের দাম বৃদ্ধির পিছনে বিজেপি দায়ী বলে মন্তব্য করেন তিনি। একইসঙ্গে বিজেপিকে ক্ষমতা থেকে সরানোর ডাকা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বিজেপি ভাইরাস হলে ভ্যাকসিনের নাম তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায়।’ তাঁর আরও সংযোজন, ‘মানুষের দল তৃণমূল কংগ্রেস যদি জেতে তবে এরা উচিৎ শিক্ষা পাবে।’