জেলা

কংগ্রেসকে ভোট দেওয়া মানেই বিজেপিকে ভোট দেওয়া, বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

শনিবার রানিনগরের সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কংগ্রেসকে ভোট দেওয়া মানেই বিজেপিকে ভোট দেওয়া। অভিষেকের দাবি, অধীর চৌধুরী সাংবাদিক সম্মেলন করেন তৃণমূলের বিরুদ্ধে কিন্তু তাঁর নিশানায় কখনও থাকেন না মোদি-শাহ। আরও বলেন, সিপিএম সাংবাদিক সম্মেলন করে জোড়াফুল শিবিরের বিরুদ্ধে কিন্তু তাদের নিশানায় কখনও থাকেন না মোদি-শাহ-শুভেন্দু। তাঁর প্রশ্ন, বিরোধীরা কেন বাংলার প্রাপ্য আদায়ে দিল্লির সরকারের কাছে দাবি জানায়নি? এদিন তাঁর প্রশ্ন, অধীর চৌধুরী কেন বাংলার প্রাপ্য আদায়ের জন্য কেন্দ্রকে চিঠি দেননি? বলেন, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে একমাত্র সরব হয় তৃণমূল। বাংলার প্রাপ্য আদায়ে মানুষকে সঙ্গে নিয়ে দিল্লি গিয়ে বৃহত্তর আন্দোলন করবেন তিনি বলেও জানান। বলেন, বিজেপি যতই ধমকাক-চমকাক তিনি বা সবুজ শিবির এক ছটাক জমি ছাড়বে না বিজেপিকে। তাঁর দাবি, বিজেপির বিরুদ্ধে আন্দোলন-প্রতিরোধ এতে আরও তীব্র হবে। কটাক্ষ, ‘অনেক ইডি-সিবিআই হলো। কাঁচকলা করবে’।