দেশ

মেঘালয়তে সফরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রকাশ করবেন দলের ইস্তেহার

এবার মেঘালয়েও লক্ষ্মীর ভাণ্ডার! মেঘালয় বিধানসভা নির্বাচনের জন্য আজ, মঙ্গলবার ভোটের ইস্তাহার প্রকাশ করবে তৃণমূল কংগ্রেস। মেঘালয়ে বিধানসভা ভোটের সব আসনেই লড়তে চলেছে তৃণমূল। ইতিমধ্যেই ঘোষিত হয়েছে WE কার্ড ও MYE কার্ড। পাশাপাশি ইস্তাহারে গুরুত্ব পেতে চলেছে সীমান্ত সমস্যা, কর্মসংস্থান ও স্বাস্থ্য। তুলে ধরা হয়েছে গারো, খাসি ও জয়ন্তিয়া পাহাড়ের স্থানীয় ইস্যুকেও। ইস্তাহারের নাম ভিশন ডকুমেন্টস। যা প্রকাশ করবেন অভিষেক বন্দোপাধ্যায়। ভোটে জিতলেই লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প, কার্যত এই প্রতিশ্রুতি দিয়েই মেঘালয়ে প্রচারাভিযান শুরু করেছিল তৃণমূল। তৃণমূল  সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরে আগেই তা ঘোষণা করা হয়েছিল। সংগঠনকে মজবুত করার উদ্দেশে ইতিমধ্যেই উত্তর পূর্ব ভারতের পাহাড়ি রাজ্যে গিয়েছিলেন মমতা ও অভিষেক। সে রাজ্যের আতিথেয়তায় মুগ্ধ বাংলার মুখ্যমন্ত্রী। মহিলাদের জন্য বাংলার চালু প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের ধাঁচে We Card চালু করেছিলেন। আর এক সপ্তাহের মধ্যেই এই পরিষেবা পাওয়ার জন্য দশ হাজারের বেশি মহিলা আবেদন জানিয়েছেন বলে দাবি করা হচ্ছে। তৃণমূল মেঘালয়ে ক্ষমতায় এলে সব মহিলাদের We Card এর মাধ্যমে মাসিক ১০০০ টাকা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। উত্তর-পূর্বের রাজ্যে অনেকদিন থেকেই ঘাঁটি মজবুত করতে উদ্যোগী হয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই কংগ্রেসের ১১ জন বিধায়ক তৃণমূলে যোগদান করায় এখন মেঘালয় বিধানসভায় প্রধান বিরোধী দল তৃণমূলই। মেঘালয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস।