কলকাতা

তৃণমূলের অভিযোগের পালটা বিবৃতি এনআইএ-র, জিতেন্দ্রর সঙ্গে গোপন বৈঠকের জবাব কই? খোঁচা অভিষেকের

এনআইএ এবং বিজেপির ‘যোগসূত্র’ রয়েছে, এই দাবি তুলে রবিবার সাংবাদিক বৈঠক করা হয়েছে তৃণমূলের তরফে। এই ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে রাজ্যের শাসক দল। পালটা, বোমা বিস্ফোরণ কাণ্ডে আইনানুগ ভাবেই তদন্ত হয়েছে এবং দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে বিবৃতি জারি এনআইএর। তবে, তৃণমূলের তরফে জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে যে গোপন বৈঠকের কথা দাবি করা হয়েছে, সেই সম্পর্কে নিজেদের বিবৃতিতে কিছু জানায়নি এনআইএ। বিষয়টি নিয়ে পালটা খোঁচা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালেই কিছু প্রামাণ্য তথ্য তুলে ধরে তৃণমূলের তরফে দাবি করা হয়, এনআইএর এসপি ধনরাম সিংহের বাড়িতে বৈঠক করেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এমনকি, বিজেপির কাছ থেকে টাকা নিয়ে তৃণমূলের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। বিজেপির তরফে যে তালিকা দেওয়া হয়েছিল, সেই তালিকা ধরে ধরে তৃণমূল নেতাদের গ্রেফতার করার চক্রান্ত করা হচ্ছে বলে তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়।